ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক লুৎফর রহমান (৫০) ঘাটাইল উপজেলার ডাকিয়াপটল গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তার মায়ের নাম আমিনা বেগম (৭০)। লুৎফর রহমান ভূঞাপুর ফলদা শেহাব উদ্দিন ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায় কলেজ শিক্ষক লুৎফর রহমান রোববার সন্ধ্যার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে খাবার খাওয়ার সময় হটাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেণ। সদর হাসপাতালে নেওয়ার পথে এম্বুল্েেন্স মৃত্যুবরণ করেন। অপরদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মা আমিনা বেগম গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলে ও মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘাটাইল উপজেলার অনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান জানান, কলেজ শিক্ষক ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে রোববার রাতেই লোকেরপাড়া ঈদগা মাঠে জানাযা শেষে ডাকিয়াপটল কবরস্থানে মা ও ছেলের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে মা ছেলের জানাযা নামাজে টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা,ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারসহ বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেণ।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...