নিউজ ডেস্কঃ ভারতে অ্যাওয়ে ম্যাচে ড্রয়ের পর বাংলাদেশকে আর হেলাফেলা করার কোনও কারণ নেই। জামাল ভূঁইয়াদের শক্ত প্রতিপক্ষ হিসেবে মানতে বাধ্য হচ্ছে প্রতিপক্ষ। অন্তত ভারতীয় খেলোয়াড়দের কথাবার্তায় সেটি পরিষ্কার। তাই আগামীকাল সোমবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচটি নিয়ে তুমুল লড়াইয়ের আভাস মিলছে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও তেমন ইঙ্গিত দিয়েছেন।
এমনিতে দেশে অনুশীলনের সময় ভারতের বিপক্ষে ম্যাচটিকে ‘বিশেষ কিছু’ হিসেবে চিহ্নিত করে গেছেন জামাল। এর সঙ্গে আবেগকেও জড়িয়েছেন। তার মতে, ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি অনুপ্রেরণা। কাতারের দোহায় গিয়ে একই মানসিকতার পরিচয় দিয়েছেন ডেনমার্ক প্রবাসী খেলোয়াড়।
জামাল বলেছেন, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সুন্দর ফুটবলের অংশ হিসেবে এটি থাকবে। শেষ ম্যাচে কলকাতায় আমরা তিন পয়েন্ট নিতে পারিনি। শেষ সময়ে ভারত গোল করায় হতাশ হতে হয়েছে। যা আমাদের জয়ের ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা জানি এখন আমাদের কী করতে হবে।’
এই ম্যাচে লড়াইয়ের রসদটা আরও বেড়েছে আফগানদের সঙ্গে ড্রয়ের পরেই। বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলের আত্মবিশ্বাসে কমতি নেই। আফগানিস্তানের বিপক্ষে জেতার মতো অবস্থা ছিল। সেই ম্যাচের আত্মবিশ্বাস পুঁজি করেই ভারতের বিপক্ষে লড়াই করবো। আমরা কালকের ম্যাচের জন্য তৈরি আছি। দেশের জন্য খেলবো, জেতার জন্য খেলবো।’
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবার প্রবাসী বাংলাদেশিদের সমর্থন চাইছেন জামাল, ‘ভারতের বিপক্ষে বিগ ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ। কাতারে যারা বাংলাদেশি আছেন, তারা যেন মাঠে আসেন। তাদের সমর্থন ও দোয়া প্রয়োজন। আশা করছি ভালো ফল করতে পারবো।’