স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় আবুসাইদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভা এসোসিয়েশনের আহ্বায়ক ও শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আতাউর রহমান জিন্নাহ। বক্তব্য রাখেন, সংগঠণের সাবেক সহসভাপতি আবু তাহের চৌধুরী, ললিতা মেডিকেল হলের সত্বাধিকারী সুব্রত দত্ত, ইতি ফার্মেসীর সত্বাধিকারী নাসির উদ্দিন ও উৎসব ফার্মেসীর সত্বাধিকারী নাজমুল হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিগত ১৮ বছর যাবত সংগঠণের দায়িত্বে থাকা নেতৃবৃন্দরা নির্বাচন না দিয়ে স্বেচ্চাচারিতার মাধ্যমে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে বিভিন্ন অজুহাতে ঔষুধ ব্যবসায়ীদের নিকট হতে অবৈধ ভাবে টাকা উত্তোলন করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে তারা। শুধু তাই নয় ফার্মাসিষ্ট প্রশিক্ষণের নামে কেমিষ্টদের কাছ থেকে বাড়তি টাকাও হাতিয়ে নিয়েছে তারা। এছাড়াও নতুন ড্রাগস লাইসেন্স করে দেয়ার নাম করে বিপুল পরিমান অর্থআত্বস্বাৎ করেছে এই নেতারা। সমিতির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ঔষুধ কম্পানীর কাছ থেকে অন্যায় ভাবে চাঁদা উত্তোলণ করে ক্ষমতার অপব্যবহার করে বেজাল ও নিম্নমানের নকল ঔষুধ ব্যবসায়ীদের বেচতে বাধ্য করা হয়েছে।
তাই এ সকল অসংগতি নিরসনকল্পে বৈধ ড্রাগ লাইসেন্সধারীদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠণের দাবী তোলেন উপস্থিত নেতাকর্মী ও বৈধ ড্রাগ লাইসেন্সধারী সদস্যরা। উক্ত দাবীর প্রেক্ষিতে সবার সম্মতিক্রমে পূর্বের কমিটি ভেঙে দিয়ে আবুসাইদ চৌধুরীকে প্রধান করে ১৮ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। তারা হলেন-আহবায়ক আবু সাঈদ চৌধুরী,সদস্য-মো:সরোয়ার হোসেন খান,সুভ্রত দত্ত,মো: ইসকান্দার সাইদ,মো: নাসির, মো: ইয়াসিন,মো: নাজমুল হোসেন, মো: আমিনুর রহমান (সুনাই),মো:রফিকুজ্জামান সিদ্দিকী,মির্জা আনোয়ার সাদাত মানিক,মোহাম্মদ ফজলুল হক,বিপ্লব সাহা,আনন্দ সাহা,গুপি পাল,লিয়াকত চৌধুরী,আব্দুর রহমান,আমিনুর রহমান শাহীন,মো:রকিবুল ইসলাম চৌধুরী আগামী তিন মাসের মধ্যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।