মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের বন্দিদশা মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০শে জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় সোমবার (১০ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলে প্রাণ কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গনে শহর আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানে শহর আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত টাঙ্গাইল পৌরসভার মেয়র পদপ্রার্থী সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে এতে বাক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর খান মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সরকার, যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শহর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম এ রৌফ। এসময় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।