মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কর্তৃক ১১(এগার) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারী দুপুর ১.৩০ ঘটিকায় এ অভিযান পরিচালিত হয়। মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী বাজারস্থ জনৈক হাবিবুর রহমান এর ’হাবিব স’মিল’ সংলগ্ন পশ্চিম পাশে উত্তর-দক্ষিণ মুখী পাকা রাস্তার অভিযান পরিচালনা করে। ওইসময় মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে আসামী মোঃ খিচির রহমান (৪৫) ও করাইল গ্রামের মৃত ময়েজ আলীর ছেলে মোঃ রুকন মিয়া (৪০) কে ১১ (এগার) গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে। আসামীরা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...