মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রানসামগ্রী বিতরন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন ।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ১৮ টি ওয়ার্ডের বন্যার্তদের মাঝে ২ অক্টোবর শুক্রবার এ ত্রানসামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদি হাসান আলীম, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন, কাউন্সিলর সাজ্জাদ আহমেদ সবুজ, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর উল্কা বেগম, কাউন্সিলর সপ্না’সহ অন্যান্য কাউন্সিলরগণ।
ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেকটি পরিবারকে ৯ কেজি চাল, ১ কেজি ডাল, ভোজ্য তেল ও লবন দেওয়া হয়।
দুই হাজার পাঁচশতটি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।