মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, ১৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান মোর্শেদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বিউটিকে সেবা সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। টাঙ্গাইল সেবা টাওয়ারে ২৭ ফেব্রুয়ারি শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদ লিটন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোলায়মান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান সবুর। সেবা সংস্থার পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুর রহমান মল্লিক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সেবা সংস্থার উপদেষ্টা হারুন-অর-রশিদ, বাচ কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন কিসলু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি তারেক পটন ও নারীনেত্রী নাজমুস সালেহীন।
এসময় আরো উপস্থিত ছিলেন সেবা সংস্থার পরিচালক (কার্যক্রম) মোঃ শাহিনুর ইসলাম শাহীন, পরিচালক (অর্থ) মোঃ মনিরুল হক, উপ-পরিচালক তাপস সরকার, অন্যান্য নেতৃবৃন্দ ও ১৭ নং ওয়ার্ডের সুধীজন।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...