আরমান কবীর সৈকতঃ টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের(ডিএফএ) আয়োজনে সাইফ পাওয়ার ব্যাটারী এবং শহিদ ক্যাডেট অ্যাকাডেমি ও অ্যাকাডেমিক স্কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। শুক্রবার(১১ অক্টোবর) বিকালে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহীদুল ইসলাম।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শহীদ ক্যাডেট অ্যাকাডেমির চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল লীগ পরিচালনা পরিষদের সদস্য সচিব কাজী জাকেরুল মওলা।
উল্লেখ্য,দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে মোট ১৫টি দল অংশ গ্রহন করছে।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...