নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে স্কুল ছাত্র সজিব মিয়া(১৭) হত্যাকান্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ভূঞাপুর উপজেলার পলশিয়া নিকরাইল গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে সজিব , পুলিশ কনস্টেবল (২৬৪) মো. মোশারফ হোসেন হৃদয় ও টাঙ্গাইল সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির। কনস্টেবল মোশারফ হোসেন কিশোরগঞ্জের নিকলি উপজেলার চেতরা গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে। সে টাঙ্গাইল জেলা পুলিশের এসএএফ শাখায় কর্মরত ছিল।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার সম্পৃক্ততা ও অবস্থান নিশ্চিত হয়ে মূল আসামি সজিব ও কনস্টেবল মোশারফকে গ্রেফতার করা হয়। পরে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের দেয়া তথ্য মতে, ঘটনার সাথে সম্পৃক্ত অপর আসামি মো. মনিরুজ্জাামান ওরফে মনিরকে টাঙ্গাইল পার্ক বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে আসামি মোশারফ হোসেন হৃদয় এর শ্বশুড়বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থেকে নিহত সজিব মিয়ার ব্যবহৃত মোটারসাইকেলটি উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত অপর আসামী মো. মনিরুজ্জামান ওরফে মনিরকে আদালতে হাজির করা হলে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...