নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের (বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এ.কে.এম আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঢাকা জেলা শাখার সভাপতি অধ্যাপক হোসেন রানা, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম, অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সুজন টাঙ্গাইলের সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ প্রমুখ।
পরিবেশ ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার : দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ...