মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সরকার ঘোষিত লক ডাউন সঠিকভাবে পালন করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে সকালে শহরের পার্ক বাজার, নিরালা মোড়, ক্যাপসুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালান জেলা প্রশাসক ডা.মো.আতাউল গনি ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
তারা জানান, করোনা সংক্রমণরোধে ইতিমধ্যেই সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে পালনের জন্য মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।