স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে গুলিতে এক যুবক আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে শাহ জনিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান।
এই মামলার বাদি মো. লাল মিয়া (৩০) কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবু তালেবের ছেলে। আর আসামি শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। তিনি মামলার ৪১ নম্বর আসামি।
এর আগে ৪ অগাস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এ সময় লাল মিয়া গুলিবিদ্ধ হন বলে জানা যায়।
পরে এ ঘটনায় তিনি বাদি হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামসহ ২৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।