মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আকুর টাকুর পাড়া তালতলা কার্যালয়ে ১৪ নভেম্বর শনিবার দুপুরে
এ সকল উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন (এমপি)। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, কনসালট্যান্ট মোঃ ওহিদ্জ্জুামান প্রমুখ।
অনুষ্ঠানে ১৬০টি হুইল চেয়ার, ২২ টি স্মার্ট সাদা ছড়ি ও ১০ টি হেয়ারিং এইড বিতরণ করা হয়।