নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইল পৌর এলাকা বেড়াবুচনা বউবাজারের ফার্নিচার ব্যবসায়ী মহর আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। মহর আলী হত্যাকান্ডের একমাসের বেশি সময় অতিবাহিত হলেও পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি। আজও উদ্ধার হয়নি মহর আলীর মাথা ও দুই পা।
সোমবার সকালে পৌর এলাকার বেড়াবুচনা, সবুজবাগ, বাগনাবাড়ী, বেপারী পাড়া, কচুয়াডাঙ্গা ও ভাল্লুককান্দি এলাকার লোকজন বউ বাজারে জমায়েত হতে থাকে। পরে কয়েক হাজার নারী, পুরুষ একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে একটি মানববন্ধন করে। মানববন্ধনে বক্তৃতা করেন- জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর মেহেদী হাসান আলীম, জেলা মৎস্য ব্যবসায়ী সাধারণ সম্পাদক আমির হামজা প্রমুখ। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়ার নিকট মহর আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...