মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি’র সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম (এমপি), অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খঃআশরাফুজ্জামান স্মৃতি’ বীর মুক্তিযোদ্ধাগণ’সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উক্ত আলোচনা সভায় আলোচকরা ১৯৭১ এর মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন ও মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরেন। ৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণীয় করে রাখার জন্য শহীদ বুদ্ধিজীবীদের এবং এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম ও পরিচিতি প্রত্যেক জেলা ও জাতীয় পর্যায়ে সংরক্ষণ করার আহ্বান জানানো হয়।