মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
তিন দফা দাবিতে টাঙ্গাইলের মতবিনিময় ও আলোচনা সভা করেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট আসোসিয়ন জেলা শাখা।শুক্রবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট আসোসিয়ন জেলা শাখার সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীর।বক্তারা বলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট আসোসিয়েশনের প্রাণের দাবি নিয়োগ বিধি সংশোধন ইন সার্ভিস কোর্স, টেকনিক্যাল পদমর্যাদা সহ স্বাস্থ্য সহকারীদের ও ১৩, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দের ও ১২, স্বাস্থ্য পরিদর্শক দের ও ১১তম বেতন আপগ্রেডেশন করতে হবে।অন্যথায় পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।