নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে মাদ্রাসায় অধ্যয়নরত রাজু আহমেদের (১৮) বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ এপ্রিল) ভোর সকালে মধুপুর থানা পুলিশ পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরের রামনগর এলাকার দাদার বাড়ি থেকে রাজুকে গ্রেফতার করেছে। সে মধুপুর পৌর শহরের টেংরি হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং পৌর এলাকার পুন্ডুরা গ্রামের হানিফ খন্দকারের ছেলে।
মধুপুর থানার (এসআই) জোবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (২৬ এপ্রিল) দুপুরে ওই প্রতিবন্ধী কিশোরীকে টাকা ও চিপস্ এর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে রাজু তাকে মুখে গামছা পেচিয়ে ধর্ষণ করে।
ধর্ষণ করার সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। গত দুইদিন এ নিয়ে স্থানীয় মাতাব্বররা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে আসছিল। অসহায় ওই প্রতিবন্ধীর মা ছাড়া পরিবারে তেমন কেউ নেই।
পুলিশ খবর পেয়ে অভিযান শুরু করে এবং রাজুকে বুধবার (২৯ এপ্রিল) ভোর সকালে গোপালপুর উপজেলার রামনগর গ্রামের তার দাদার বাড়ী থেকে আটক করা হয়।