নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে নিখোঁজের পাচদিন পর মুক্তিযোদ্ধা আইনজীবী মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার (৭৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের আকুরটাকুর পাড়া এলাকার লৌহজং নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।প্রবীন এ আইনজীবী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ওসি সায়েদুর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহত মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার ছেলে লিটু এসে তার বাবার লাশ সনাক্ত করেন।
উল্লেখ্য, গত সোমবার ৭৬ বছর বয়সী হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার বাসা থেকে চা খাওয়ার জন্য বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই এলাকার একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট ও রেইনকোট পরা এক যুবকের মোটরসাইকেলের পেছনে চড়ে যাচ্ছেন তিনি।নিখোঁজের ব্যাপারে পরদিন মঙ্গলবার টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরিবেশ ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার : দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ...