টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় আরো ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৩৪ জন, দেলদুয়ারে এক জন, মির্জাপুর দুই জন, বাসাইল এক জন, কালিহাতীতে দুই জন, গোপালপুরে এক জন, ধনবাড়ীতে দুইজন সহ মোট ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার হাজার ৪৯৬ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন তিন হাজার ৯১২ জন। এ পর্যন্ত জেলা মোট মৃত্যুবরণ করেছে ৭০ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল পর্যন্ত জেলায় ২য় ডোজ টিকা গ্রহনকারি ১৬,৯৬৭ জন এবং ১ম ডোজ গ্রহনকারি ৯৯,০৬৫ জন।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...