স্টাফ রিপোর্টার : জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫মার্চ) বিকালে মসজিদ রোড,মক্কা টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা আনোয়ারুল ইসলাম,- প্রধান উপদেষ্ট,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,টাঙ্গাইল। সভাপতিত্ব করেন-আলহাজ্ব হযরত মাও:ফজলুল করিম(দা:বা:),সভাপতি-জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,টাঙ্গাইল জেলা শাখা।
বরণ্যে অতিথি হিসেবে আলহাজ্ব হযরত মাও: শামছুজ্জামান(দা.বা.)-সভাপতি,ইমাম ও মোয়াজ্জিন পরিষদ,টাঙ্গাইল জেলা শাখা,প্রধান মেহমান- আলহাজ্ব আকরাম আলী-সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ,টাঙ্গাইল জেলা শাখা,বিশেষ অতিথি-মো:আখিনুর মিয়া,সেক্রেটারী,ইসলামী আন্দোলন বাংলাদেশ,টাঙ্গাইল জেলা শাখা,বিশেষ মেহমান-আলহাজ্ব হযরত মাও:আব্দুল হামিদ(দা.বা.),সহ-সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, টাঙ্গাইল জেলা শাখা,এবং শাইখুল হাদিস আল্লামা আশরাফুজ্জামান কাসেমী (দা:বা:) প্রমুখ।
এসময় ব্যক্তারা বলেন,ইমাম-ওলামা মাশায়েখদের ছহবতে যারা এসেেেছ তারা দূর্নীতিমুক্ত আর যারা আসে নাই তারা দূর্নীতিমুক্ত হতে পারে নাই। দেশের স্বর্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এছাড়া প্রধান বক্তা আলহাজ্ব হাফেজ মাও:রেজাউল করিম(দা:বা:),সহ-সভাপতি,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,টাঙ্গাইল জেলা শাখা।
আরজগুজার দ্বায়িত্বে আলহাজ্ব হাফেজ মাও:রেজাউল করিম রাজু,সাধারণ সম্পাদক,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,টাঙ্গাইল জেলা শাখা।