মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মঙ্গলবার(৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ২৫ বোতল ফেনসিডিল সহ মো. জহুরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)। গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম(২৮) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের জিন্নত আলীর ছেলে।
র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় মো. জহুরুল ইসলামকে ২৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবত উত্তরাঞ্চল থেকে ফেনসিডিল এনে মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতো বলেও র্যাব জানায়।