মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সবাই মিলে একসাথে এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরের বিশিষ্ট শিল্পপতি আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) সকালে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করা সম্মুখ যোদ্ধাদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। আশিকুর রহমান তুহিনের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সংবাদকর্মী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরন করেন আতিকুর রহমান নিল্টু ও মো. কবির হোসেন। এ সময় স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সুরক্ষা সামগ্রী গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শাহেদ আল ইমরান, নাগরপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষে আক্তারুজ্জামান বকুল ও মো.মন্টু মিয়া।