মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী থেকে ২৫ হাজার টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করেছে র্যাব-১২। কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বালিয়াটা (সিংহটিয়া) এলাকার পাটক্ষেত থেকে গতকাল সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন মো. সায়েদ আলী, মো. জুলহাস, মো. ফজলু মিয়া, মো. মঞ্জুরুল, মো. মুক্তার হোসেন ও মো. মেছের আলী। টাঙ্গাইলের র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উপজেলার পাইকড়া ইউনিয়নের বালিয়াটা (সিংহটিয়া) গ্রামে অভিযান চালায়। পরে পাটক্ষেতে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারিকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় জুয়া খেলার ২৫ হাজার টাকা ও এক বান্ডিল তাস। তাদের বিরুদ্ধে কালিহাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...