ঘাটাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে পিএসসি পরীক্ষার্থীর দরিদ্র অভিভাবকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ছয়ানী বকশিয়া মাদার কেয়ার প্রি ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সজীব আহম্মেদ গণগন্থাগারে উদ্যোগে দরিদ্র অভিভাবকদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী তাং, ছয়ানী বকশিয়া দখিল মাদরাসার সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, সজীব আহম্মেদ গণগন্থাগারে প্রতিষ্ঠাতা সজীব আহম্মেদ,ছয়ানী বকশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বাবু মো.আবু সায়েম আজাদ প্রমুখ ।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...