মিঠুন, ঘাটা্ইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে হঠাৎ স্ট্রোক করে ছেলে মারা গেছেন। ছেলের মৃত্যুশোক সইতে না পেরে দুই ঘণ্টা পর মাও চলে যান না ফেরার দেশে। গতকাল রবিবার (১৩ অক্টোবর) সন্ধা ৬ টার দিকে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়াপটল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষক লুৎফর রহমান (৫০) ঘাটাইল উপজেলার ডাকিয়াপটল গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং তার মায়ের নাম আমিনা বেগম (৭০)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান জানান, লুৎফর রহমান পার্শ্ববর্তী উপজেলা ভুঞাপুরের ফলদা শিহাব উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক ও ঘাটাইলের আনেহলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। চাকুরির সুবাদে ভূয়াপুরে নিজ বাসায় থাকতেন। রবিবার বিকেল চারটার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে খাবার খাওয়ার সময় তার স্ট্রোক হয়। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে সন্ধায় ঘাটাইলের ডাকিয়াপটল গ্রামের বাড়ীতে তার মাও চলে যান না ফেরার দেশে। এদিকে মর্মান্তিক দুটি মৃত্যুর খবর শুনে ওইদিন রাতেই লুৎফরের বড় ভাই আলেফের শাশুড়িও মারা যান।
পরে রাত ৯ টার দিকে জানাজা শেষে তাদের ডাকিয়াপটল কবরস্থানে দাফন করা হয়। দুই ঘণ্টার ব্যবধানে মা-ছেলে এবং সহকারী অধ্যাপক লুৎফরের শাশুড়ির এমন আকস্মিক তিন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাদের জানাজায় উপস্থিত ছিলেন, ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান সহ এলাকার বিপুল সংখ্যক শোকাহত লোকজন