আরমান কবীরঃ গোপালপুরে সোমবার(২৭ এপ্রিল) দূপুরে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির স্থানীয় নেতা কর্মীদের নিয়ে একটি জমিতে ধান কাটেন। সেই ধান কাঁচা না পাকা সেটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে স্থানীয় এই সংসদ সদস্য।
জানা যায়,গোপালপুর পৌর সভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর এলাকার কৃষক লতিফ মিঞা ও তার ছেলে সুজন মিঞা ২০ শতাংশ জায়গায় বিধান-২৮ লাগান। জমিটি বৈরান নদীর তীরবর্তী হওয়ায় পানি ওঠার সম্ভবান থাকায় সোমবার কৃষক সুজন মিঞা একাই ধান কাটছিলেন। পাশ দিয়ে গাড়ি নিয়ে যাবার সময় কৃষককে একা ধান কাটতে দেখে এমপি গাড়ী থেকে নেমে দলীয় নেতা কর্মী নিয়ে সেই ধান কেটে দেন। তার সাথে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ,গোপালপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান টগর সহ আরো বেশ কিছু নেতা কর্মী উপস্থিত ছিলেন। এমপির ধান কাটার ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে এক কর্মী সরাসরি প্রচার করে ।সেখানে ধান গুলো দেখতে কাঁচা মনে হয়। আর এতেই শুরু হয় আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনি বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক কৃষককে ধান কাটতে দেখি।তখন আমি গাড়ী থেকে নেমে দলীয় কিছ নেতা কর্মী নিয়ে ধান কেটে দেই। আমি মূলত পাকা ধান কেটেছি। তবে কিছু লোক স্যোসাল মিডিয়াতে ছড়াচ্ছে আমি কাচা ধান কেটেছি। এটা সম্পূন্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ধান কেটেছি। যাতে সবাই ধান কাটায় অংশ নেয়।
কাঁচা’ ধান কাটা প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘সংবাদটি জানতে পেরে এমপির ধান কাটা ওই জমিতে সরেজমিন যাই ।ওই জমিতে আবাদকৃত ধানটি ছিল বিধান-২৮, যা এখন কাটার সময়। এ ছাড়াও জমিটি নদীর পাড়ে হওয়ায় ধানের শীষ পাকা হলেও এর পাতাগুলো রয়েছে সবুজ। এ কারণে মানুষের কাছে মনে হচ্ছে এমপি কাঁচা ধান কাটছেন।’
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...