নিউজ ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাইমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সিকদার।
এই ইফতার ও দোয়া মাহফিলে করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।