আলোকিত ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ২ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রেল ভবনে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।
তিনি বলেছেন, ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে। অনলাইনে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট রাজধানীর ৫টি স্টেশনে বিক্রি করা হবে।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, রেলের কোনো কর্মকর্তা টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। আপনারা আমাদের কাছে তাদের পরিচয় দিন আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘টিকিট কালোবাজারি প্রতিরোধে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিং, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিপি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক সচেতন থাকবে। এছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’
তিনি আরোও বলেন, ‘যেকোনো নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধকল্পে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এছাড়া র্যাব, বিজিবি ও স্থানীয় পুলিশ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।’