নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে বিশেষ বরাদ্দকৃত প্রতিবন্ধী ভাতা বহি ও প্রতিস্থাপিত বিভিন্ন ভাতা বহি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন।
অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মোঃছানোয়ার হোসেন (এমপি)।
প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন টাঙ্গাইল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, তানভীর হাসান ফেরদৌস নোমান, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, উল্কা বেগম, স্বপ্না সহ অন্যান্য কাউন্সিলরগণ ও সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন।