স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেছেন, সন্ত্রাস-চাঁদাবাজ ও দখলদারমুক্ত মেধা ভিত্তিক দেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। গণঅধিকার পরিষদ সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত মেধা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। বুধবার (২১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক অনির্ধারিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের কোন কোন জায়গায় চর দখলের মতো পদ দখল, চেয়ার দখল, সমিতি ও শ্রমিক ইউনিয়ন দখলের প্রবণতা লক্ষ করা গেছে। গণঅধিকার পরিষদ কোনো প্রকার দখল দারিত্বে বিশ্বাস করেনা। সকল অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, দেশের পিছিয়েপড়া জনগন ও হিন্দু ধর্মের অনুসারীরা যেন কোনোভাবেই হেনস্তা বা নাজেহাল না হয়- সেদিকে গণঅধিকার পরিষদ তীক্ষ্ম দৃষ্টি রেখেছে।
আওয়ামীলীগ সরকারের শাসনামলের স্মৃতিচারণ করে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কোথাও চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড এবং জমিদখল, বাড়ি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান দখল- এসব দেখতে পেলে আপনারা ডিনর্ভয়ে মিঢিয়ায় তুলে ধরুণ।
এখন আর আপনাকে কেউ না লেখা বা প্রচার করতে টেলিফোন-মোবাইল করবেনা। কেউ যদি সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করে- গণঅধিকার পরিষদ তাদের হয়ে সেসব সমস্যা মোবেলা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারকে বাধ্য করবে।
টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সাবেক যুগ্ম-সদস্য সচিব শামীমুর রহমান সাগরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান ভূঁইয়া, টাঙ্গাইল জজকোর্টের আইনজীবী সুজন আহমেদ, জেলা গণঅধিকার পরিষদের সদস্য এনামুল হক, ওমর ফারুক, জাহিদুল ইসলাম তরুন প্রমুখ।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।