সাইফুল সানি: টাঙ্গাইলের সখীপুরে সিঁধকেটে চুরি করার পর সুমলা ভানু (৫৫) নামের এক বিধবাকে খুন করা হয়েছে। বুধবার বিকেলে নিহত সুমলার ছেলে হোসেন আলী অজ্ঞাতদের আসামি করে সখীপুর থানায় এ অভিযোগে মামলা করেছেন। পুলিশ ওই বিধবার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সুমলা উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল গ্রামের মৃত বাবর আলীর স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধকেটে বিধবা সুমলার ঘরে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে তার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, পাঁচ হাজার টাকা ও সিএনজিচালিত অটোরিকশার চাবি চুরি করে নিয়ে যায়।
সুমলার ছেলে সিএনজি অটোরিকশা চালক হোসেন আলী রাতে পাশের কক্ষেই স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। তার ধারণা, চোরেরা সিঁধ কেটে চুরি করতে ঘরে ঢুকে। সুমলা চোরদের চিনে ফেললে খুন করে তারা পালিয়ে যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...