সখীপুর সংবাদদাতাঃ টাঙ্গাইলের সখীপুরে এক মাদক ব্যবসায়ীসহ দুই আসামিকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ১ গ্রাম হেরোইনসহ উপজেলার পাট বহেড়াতৈল গ্রামের অতল কোচের ছেলে নিমাই কোচ (২০) এবং চুরি মামলার পলাতক আসামি সখীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পান্ড শেখ’র ছেলে শাহাব উদ্দিন (৪৫)।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন- মঙ্গলবার রাতে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী নিমাই কোচ ও চোর মামলায় শাহাব উদ্দিনকে বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।