সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গরুর শিংয়ের আঘাতে সালমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালমা আক্তার ওই এলাকার রিপন সিকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সালমা আক্তার শখ করে বাড়িতে গরু পালন করত। শুক্রবার সন্ধ্যায় ঘাস খাওয়াতে গেলে গরুটি শিং দিয়ে সালমাকে সাজোরে আঘাত করে। এতে গৃহবধূ সালমা গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল মধুপুরে দুই দিন ব্যাপী তথ্য ও প্রযুক্তি মেলার সমাপ্তি
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে তথ্য ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে দুই...