আরমান কবীর:টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ লাইনসের ড্রিল সেডে ওই সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রেজাউর রহমান রেজা, আমীর খসরু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি সুভাষ চন্দ্র সাহা, জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝণ্টু প্রমুখ।
সমন্বয় সভায় পুজারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত, মন্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।