আরমান কবীরঃ এমনই অভিনব প্ল্যাকার্ড নিয়ে মঙ্গলবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে একাকী এই সাহসী প্রতিবাদে বসেছিল এক জন সাধারন শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথি।
ধীরে ধীরে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর যুক্ত হয় শত শত প্রতিবাদী সাধারন ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ অনেকে। সবাই সমস্বরে বলছিলঃ যে রাষ্ট্র ধর্ষকের, সে রাষ্ট্র আমার নয়। এ এক অভূতপূর্ব প্রতিবাদ। প্রতিবাদটি চলছে মঙ্গলবার দিনব্যাপী। এর পর সন্ধায় বেশ কয়েকজন সাধারন শিক্ষার্থী শহীদ মিনারে মোববাতী প্রজ্জলন করে নিরবে বসে থেকে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ চলেছে ঘন্টা ব্যাপি। সবারই একটাই দাবী, ধর্ষদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। না হলে কমানো যাবেনা ধর্ষনের এই অসুস্থ্য প্রতিযোগিতা।
এ প্রসঙ্গে প্রতিবাদ শুরু করা ছাত্রী ফাতেমা আক্তার বিথি জানান, সারাদেশে যে ধর্ষণ শুরু হয়েছে তা থেকে আমরা বাঁচতে চাই। আমরা ধর্ষকের শাস্তি চাই। আমি সকাল থেকে টাঙ্গাইল শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করছি, আমার সাথে টাঙ্গাইলের সাধারণ ছাত্র সমাজ যোগ দিয়েছে, তাদের আমি ধন্যবাদ জানাই। আমাদের দাবী একটাই, বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাঁয় নাই।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...