মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ১শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজারের কাঠপট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল সিকদারপাড়া গ্রামের জাহাঙ্গীর সিকদারের ছেলে রানা সিকদার (১৮) ও কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার চরঘুঘুমারি গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে মতিন মোল্লা (২৭)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াজের নেতেৃত্বে পুলিশ সদস্যরা তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে। মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মাদক আইনে মামলা হবে।
পরিবেশ ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার : দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ...