মির্জাপুর প্রতিনিধিঃ মির্জাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজ, চারা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও নগদ টাকা বিতরন করা হয়েছে।আজ বুধবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরন অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম মমিনুল হক।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মাইনুল হক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, আনাইতারা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৯-২০ মৌসুমে ক্ষতিগ্রস্ত ৬৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের চারা, ১৫০ জনকে ৫ কেজি করে মাশকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়।
অপরদিকে চলতি মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪ জন হত দরিদ্রের মাঝে ২ বান্ডেল ঢেউ টিন ও ৬ হাজার টাকা কওে চার লাখ ৮৩ হাজার টাকা প্রদান করা হয়।
টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টুর্নামেন্টে আমেনা স্পোর্টস চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের স্মরনে “শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২৪” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আমেনা স্পোর্টস হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন...