মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” এই শ্লোগানে অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্য প্রযুক্তির সেবা প্রদানের লক্ষে উঠান হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্ল্যা গ্রামে জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চলমান প্রকল্প “তথ্য আপা”র কর্মীরা এ উঠান বৈঠকের আয়োজন করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি নিরঞ্জন পাল ও তথ্য সেবা কর্মকর্তা নাছরিন আক্তার, তথ্য সেবা সহকারী হাবিবা ইয়াসমিন নিপা ও পপি আক্তার প্রমুখ।
এ ব্যাপারে প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা নাছরিন আক্তার জানান, “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” শীষক প্রকল্পের অধীনে প্রত্যন্ত গ্রামে দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের গৃহিত বিভিন্ন নাগরিক সেবাপ্রাপ্তি ও উন্নয়ন কর্মকান্ড বিষয়ে উঠান বৈঠক করে সচেতনা করায় তাদের কাজ বলে জানান।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...