মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় সুমি আক্তার (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সদরের বংশাই রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমির বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের ঐ স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে ঘটনাস্থলের কাছেই একটি খাবারের হোটেলে কাজ করতো।
এ ব্যাপারে মির্জাপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাষ্টার নাজমুল হুদা বকুল জানান, লাশের পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর তা না হলে রেলওয়ে কর্তৃপক্ষ লাশ উদ্ধার করে নিয়ে যাবে।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...