মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সেমিনার কক্ষে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন মাভাবিপ্রবি ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান। এসময় মাভাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রাজীব মোল্লা, সাংগঠনিক সম্পাদক নিবীড় পালসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।