ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজারে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (২৫ জুন) মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
উপজেলার গোবিন্দাসী বাজারের আঁখি শপিং কমপ্লেক্সের আঁখি টেলিকমে ৪ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকারের সাধারন ও স্মার্ট এ্যান্ড্রয়েড ফোন চুরি হয়। আঁখি টেলিকমের মালিক জাহিদ হোসেন জানান, এর আগেও একবার আমার দোকানে চুরি হয়েছিল। তিনি আরো অভিযোগ করে বলেন, বাজারে রাত্রিকালীন নিরাপত্তা কর্মী থাকার পরও যদি এ রকম চুরির ঘটনা প্রতিনিয়তই ঘটে তাহলে আমরা ব্যবসা করবো কিভাবে ?
এ বিষয়ে বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি, তারপরও চুরির ঘটনা থামছেই না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি তারা তদন্ত করে চোর শনাক্ত করার ব্যবস্থা গ্রহন করবেন।
এ চুরির বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে এড. ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে সদর...