আব্দুল লতিফ তালুকদারঃটাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আরিফুল হাসান নামের (৪৬) এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৩ জুলাই) উপজেলার টেপিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরিফুল উপজেলার রায়ের বাসালিয়া গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে এবং সে ওই গ্রামের ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলের শিক্ষক।
এ ঘটনায় ওই ছাত্রীর মা আরিফুল হাসানের নামে ভুঞাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।তবে অভিযোগ উঠেছে, স্থানীয়রা বিষয়টি মীমাংসা করার জন্য চাপ দিলে প্রথমদিকে ছাত্রীর মা-বাবা মামলা করতে রাজী হননি। এসময় ওই ছাত্রী নিজে বাদি হয়ে মামলা করার কথা বলে। নিজেই মামলার কাগজে স্বাক্ষর করতে চায় সে। পরে তার মা বাদি হয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার ভুঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে উপজেলার টেপিবাড়ি এলাকায় এলে শিক্ষক আরিফুল ওই ছাত্রীকে ভ্যান থেকে কৌশলে নামিয়ে যৌন হয়রানি করে।
কর্মকর্তা আরো বলেন, পরে ওই ছাত্রী তার মাকে বিষয়টি জানায়। এরপর শনিবার একই কৌশলে ছাত্রীকে আবারো একই স্থানে যৌন হয়রানি করে আরিফুল। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক করে তাকে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।