মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ১৩ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু।