নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, পেঁয়াজ আমদানীর জন্য বাণিজ্য মন্ত্রণালয় যত টাকা চাইবে বা সুযোগ সুবিধা চাইবে অর্থ মন্ত্রনালয় থেকে তার সবই দেয়া হবে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোন বাধা নেই। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পেঁয়াজের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছে। শুক্রবার(১৫ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী কমপ্লেক্সে কুমুদিনী কল্যাণ স্ট্রাস্ট আয়োজিত দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্ম জয়ন্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, কর প্রদানকারীদের আয়তন বৃদ্ধি করা হবে। যারা কর দেন তারা তুলনামূলকভাবে বেশি রেট দিচ্ছেন। দেশের চার কোটি মানুষ আছে- যারা কর দেন না। তাদের সবাইকে করের আওতায় আনা গেলে গড় হিসেবে করের রেট অনেক কমে যাবে।
এরআগে অর্থমন্ত্রী কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নার্সিং কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামসহ কুমুদিনী কল্যাণ স্ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল মধুপুরে দুই দিন ব্যাপী তথ্য ও প্রযুক্তি মেলার সমাপ্তি
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে তথ্য ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে দুই...