নাগরপুর প্রতিনিধিঃ বন্যার কারনে স্থগিত হওয়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন সহ ৩টি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে। কোন রকম বিরতি ছাড়াই সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ভোট গ্রহন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ করতে সকল প্রস্তুতি গ্রহন করেছে প্রশাসন। নির্বাচনে কেউ যাতে কোন ধরনের বিশৃংখলা সৃস্টি করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে । তিনটি ইউনিয়নের মধ্যে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদে শুধু চেয়ারম্যান পদে উপ নির্বাচন হচ্ছে। আর এতে ৯ জন প্রতিদ্বন্দী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছে। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম কামরুজ্জামান মনি (নৌকা),স্বতন্ত্র (বিএনপি) মো. রফিজ উদ্দিন (টেবিল ফ্যান), মোহাম্মদ ফরহাদ হোসেন ডেভিড (বিএনপি) (অটো রিক্সা), মো.আ.মাজীদ (রজনী গন্ধা), মো. আবুল কালাম মনজুর মোর্শেদ (চশমা), মো. ময়নাল মিয়া (আনারস), মোহাম্মদ বুলবুল মিয়া (ঘোড়া), হামিদুল ইসলাম (মোটর সাইকেল) ও ওয়ালি (টেলিফোন) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন । সদর ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সকালের দিকে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেলেও দুপুরের দিকে তা কমে আসে।
এছাড়া গয়হাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে মুনমুন (সূর্যমূখী ফুল) ও মোছা: সাফিয়া ইউসুফ (জিরাফ) প্রতীক নিয়ে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতীদ্বন্দীতা করছে। অন্যদিকে মোকনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার) পদে সামছুল আলম (তালাচাবি) ও মো. মাজেদুল ইসলাম (মোরগ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতীদ্বন্দীতা করছে।
রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বলেন, গত ২৫ জুলাই নাগরপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেসময় বন্যার কারনে তা স্থগিত করা হয়। তিনি আরো বলেন নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করতে আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহন করছি। উল্লেখ্য নাগরপুর সদর ইউপি’র চেয়ারম্যান ও গয়হাটা ইউপি’র মহিলা মেম্বার তাদের পদ থেকে পদত্যাগ করে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় এবং মোকনা ইউপি’র মেম্বার মৃত্যু বরন করায় এ তিনটি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টুর্নামেন্টে আমেনা স্পোর্টস চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের স্মরনে “শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২৪” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আমেনা স্পোর্টস হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন...