নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাটপাড়া (খোরশেদ মার্কেট) প্রাঙ্গনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি উদ্দ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সহবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আনিসুর রহমান আনিস।
রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার সভাপতি এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.শাহ আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার কার্যকরী সভাপতি ও নাগরপুর শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম প্রমূখ। আলোচনা সভা শেষে গান পরিবেশন করেন সনামধন্য বাউল শিল্পী, আমজাদ সরকার, লাভলু সরকার, মমতাজ ভান্ডারী,সালমা সরকার ও অন্যান্য শিল্পী বৃন্দ।