স্টাফ রিপোর্টার : ফাজিলহাটি ইউনিয়ন ওলামা ত্বলাবা ও এলাচিপুর-চরপাড়া বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে ওয়াজ মাহফল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ) রাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের চরপাড়া ঈদগাঁ মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে হাতপাখার মনোনয়ন প্রত্যাশী ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আঁখিনুর মিয়া।
আলহাজ্ব মো: আলী আজম খান দা: বা: দেলদুয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুফতি আল আমিন সাঈদি দা: বা: ঢাকা, বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের অর্থ ও হিসাব কর্মকর্তা মো: জুয়েল সরকার, ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালের সহকারি অধ্যাপক মো.আনিছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আলহাজ্ব মো.আমিন খান।
প্রধান অতিথির বক্তব্যে আঁখিনুর মিয়া উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। এদেশে ৯০ ভাগের উপরে মুসলিম সংখ্যা গরিষ্ঠর দেশ। আমরা বিশ্ব নবী হযরত মোহাম্মদ সা: এর সৈনিক। আমরা চাই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা বিগত দিনে এদেশে হিংসা, প্রতিহিংসার রাজনীতি দেখেছি। আমরা আর হিংসা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাইনা। দেলদুয়ার- নাগরপুরের মানুষ শান্তিপ্রিয়, তারা মারামারি-হানাহানি পছন্দ করে না। তিনি আরও বলেন, যেহেতু ইসলাম শান্তির ধর্ম, তাই দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী দলের বিকল্প নাই। আর ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম রাজনৈতিক দল। দেলদুয়ার-নাগরপুরে শান্তি প্রতিষ্ঠায় তিনি উপস্থিত জনতাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকার জন্য আহবান জানান।