নিউজ ডেস্কঃ টাঙ্গাইল- ৩(ঘাটাইল) আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা ৭’শতাধিক গাড়িবহর সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন । এসময় তার সাথে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন । গত ৮ জুলাই টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পাবার পর তিনি ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে তিনি তার নির্বাচনী এলাকা ঘাটাইল এবং টাঙ্গাইলের নেতাকর্মীদের নিয়ে ১৩ জুলাই শনিবার সকাল ছয় ঘটিকার সময় টাঙ্গাইল থেকে প্রায় ৭০০ থেকে ৭৫০টি মাইক্রো, প্রাইভেট কার ও বাস নিয়ে যাত্রা শুরু করেন।টুঙ্গীপাড়া পৌঁছানোর পর তিনি সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এবং তার কবর জিয়ারত করেন ।
এটিই ছিল দেশের সর্বোচ্চ ও দীর্ঘ গাড়িবহরের শোভাযাত্রা । এই বিশাল গাড়িবহরের শোভাযাত্রাটি আটঘন্টায় কয়েকটি জেলা প্রদক্ষিন করে জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়া গিয়ে পৌছে | এসময় রাস্তায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।