মির্জাপুর সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে সাগড় মিয়া (৪০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামে।
এলাকাবাসী জানান,বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি এ উপজেলার দুল্যাবেগম গ্রামের মাটিকাটার সর্দার সেলিম মিয়ার বাড়িতে খবর পেয়ে সাপ ধরতে যান।
সে খানে সেলিম মিয়ার বসত ঘরের মাটিখুড়ে একটি সাপ ধরেন। সাপটি বস্তায় ভরার সময় সাগরের হাতে ছোবল দেয়। এর কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
সেখানে সন্ধার পর তার মৃত্যু হয়। রাত সোয়া এগারোটার দিকে নামাজে জানাজা শেষে দুল্যা মুনসুর গ্রামের সামাজিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...