মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে শাস্ত্রীয় নৃত্য উৎসব ও ভরতনাট্যম কর্মশালার সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার আয়োজনে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার পারভেজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী মিসেস জুবায়ের হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, ডাক্তার তারিকুল ইসলাম, সংগঠনের শিল্পী ও কলাকুশলী বৃন্দ, শিক্ষক -শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বি এএফ শাহীন কলেজের প্রভাষক পার্বতী পাল ও স্বপন বিশ্বাস । সার্বিক ব্যবস্থাপনা ও নৃত্য পরিচালনায় ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।
এসময় সংগঠনের জাতীয় পুরষ্কার প্রাপ্ত নৃত্য শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভূক্ত নিয়মিত শিল্পীদের অংশগ্রহণে নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। এসময় মধুপুর নত্যাঙ্গন সংস্
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ও শাস্